সাতক্ষীরায় ‘কোটি টাকা মূল্যের’ তক্ষক উদ্ধার

aa-20220718175639.webp

জেলা প্রতিনিধি….

উদ্ধার হওয়া তক্ষক
সাতক্ষীরার তালায় খাঁচা থেকে কোটি টাকা মূল্যের একটি তক্ষক উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার পাটকেলঘাটার শাকদহা এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জনসম্মুখে তক্ষকটি অবমুক্ত করা হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জাগো নিউজকে বলেন, পাটকেলঘাটা থানার শাকদহা গ্রামে একটি তক্ষক বেচাকেনা হওয়ার খবর শুনে সোমবার (১৮ জুলাই) পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় তক্ষকটি একটি খাঁচায় বন্দি ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিকারি পালিয়ে যায়। এ সময় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে জনসম্মুখে তক্ষকটি অবমুক্ত করা হয়।

লোকমুখের বরাতে প্রাণীটির কথিত মূল্য কোটি টাকা বলে জানান ওসি।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন জাগো নিউজকে বলেন, তক্ষক গিরগিটি প্রজাতির নিরীহ বন্যপ্রাণী। সাধারণত পুরাতন বাড়ির ইটের দেওয়াল, ফাঁক-ফোকর ও বয়স্ক গাছে এরা বাস করে। এরা কীটপতঙ্গ, টিকটিকি, ছোট পাখি ও ছোট সাপের বাচ্চা খায়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকা অনুযায়ী এটি একটি বিপন্ন বন্যপ্রাণী।

এর কথিত মূল্য সম্পর্কে তিনি বলেন, তক্ষক দিয়ে ক্যানসারের মূল্যবান ওষুধ তৈরি হয়, তক্ষক ঘরে থাকলে লাখ লাখ, কোটি কোটি টাকা আসে, প্রতিবেশী দেশে এর ব্যাপক চাহিদা, মাথার ম্যাগনেটের দাম কোটি টাকা—এমন গুজবের ওপর ভর করে রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্নে দেশজুড়ে কয়েকটি সংঘবদ্ধ চক্র এখন তক্ষকের পিছু ছুটছে। আমার জানামতে আদৌ এর মূল্যের সত্যতা পাওয়া যায়নি। তবে গুজবের কারণে বিলুপ্ত হচ্ছে বিরল প্রজাতির এই প্রাণীটি।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top