খুলনার দর্পণ ডেস্ক : বিচারিক ও সশস্ত্র ক্ষমতা একসঙ্গে দেয়ার নজির কোথাও নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের বিশ্বাস সশস্ত্র বাহিনী মাঠে থাকলে তাদের বিচরণ নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হবে ও মানুষ আস্থাশীল হবে।
গতকাল শনিবার বিকেলে সিলেট শিল্পকলা একাডেমিতে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, যেকোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচনের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করেন। এজন্য সতর্ক থাকতে হবে।
নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না জানিয়ে হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। সরকার থেকে আমরা যে জনবল পেয়েছি সেটা দিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। নির্বাচনকে কেউ প্রতিহত করতে পারবে না। কেউ প্রতিহত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। তখন সেটা চ্যালেঞ্জ হবে।
বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসি সচিব মোঃ জাহাংগীর আলম।