গাজার তুলনায় ইউক্রেনে কিছুই ঘটেনি : পুতিন

Untitled-11-copy-10.jpg

খুলনার দর্পণ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, ইসরাইলি হামলায় অবরুদ্ধ গাজা উপত্যকায় যে মানবিক বিপর্যয় ঘটে চলেছে সে তুলনায় ইউক্রেনে কিছুই ঘটেনি। গত ১৪ ডিসেম্বর মস্কোয় এক সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনারা সবাই এই দুটি ঘটনার পার্থক্য বুঝতে পারেন।
গাজার তুলনায় প্রকৃতপক্ষে ইউক্রেনে কিছুই ঘটেনি। এখানে উপস্থিত সবাই এবং সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছেন- রাশিয়ার বিশেষ সামরিক অভিযানে কী ঘটেছে এবং গাজায় যুদ্ধের তৃতীয় মাসের মধ্যে কী ধরনের বিপর্যয় নেমে এসেছে। খবর এনডিটিভি।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মন্তব্য স্মরণ করে পুতিন বলেন, বিশ্বে গাজা এখন শিশুদের সবচেয়ে বড় কবরস্থান।
ইউক্রেন যুদ্ধকে ন্যাটো সম্প্রসারণের ফল মন্তব্য করে পুতিন বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পূর্বমুখী সম্প্রসারণের কারণেই রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top