খুলনার দর্পণ ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল ঘিরে আহমেদাবাদের নরেন্দ্রে মোদি স্টেডিয়ামে রীতিমতো চাঁদের হাট। গ্যালারিতে কারা উপস্থিত রয়েছেন, সেই তালিকা এতটাই দীর্ঘ যে, মনে রাখা মুশকিল। বরং কে নেই, সেটা খুঁজে পাওয়া তুলনায় সহজ। তবে অনুপস্থিতির তালিকায় এমন একটি নাম রয়েছে, যা ক্রিকেটপ্রেমীদের হতবাক করবে নিশ্চিত। ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটের মানচিত্রে পরিচিতি এনে দিয়েছিলেন যিনি, রবিবারের ফাইনালে তিনিই উপস্থিত নেই স্টেডিয়ামে।
ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব মোতেরার গ্যালারিতে উপস্থিত থেকে রোহিতদের বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পেলেন না। আইসিসি অথবা বিসিসিআই, কোনো তরফেই আমন্ত্রণ জানানো হয়নি কপিল দেবকে। এবিপি নিউজের ক্যামেরায় কপিল নিজেই জানালেন সেই কথা। যদিও কপিল দেব অভিভাবকসুলভ উদারতায় বিসিসিআইয়ের সেই ভুল ঢাকার চেষ্টাও করেন।
বিশ্বকাপ ফাইনালের আগে সংশ্লিষ্ট নিউজ চ্যানেলের শোয়ে হাজির ছিলেন কপিল দেব। তাঁর কাছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত না থাকার কারণ জানতে চাওয়া হলে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, ‘আপনারা ডেকেছেন, চলে এসেছে। ওরা ডাকেনি, তাই যাইনি। একদম সহজ বিষয়।’
কপিল দেব আরও বলেন, ‘আমি তো চেয়েছিলাম আমার ১৯৮৩-র গোটা দলটাকেই যদি ডাকাতো, ভালো হতো। তবে এত কাজ, লোকজনের ওপর এত দায়িত্ব রয়েছে, ব্যস্ততায় মাঝে মাঝে এমন ভুল হয়েই যায়।’