জাফর উল্লাহ আ’লীগের নির্বাচন কমিটির কো-চেয়ারম্যান

Untitled-10-copy-7.jpg

খুলনার দর্পণ ডেস্ক : আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হয়েছেন কাজী জাফর উল্লাহ। তিনি আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য। গতকাল শুক্রবার বিকেলে তেজগাঁওয়ে আওয়ামী লীগের জেলা কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানান দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ৯ নভেম্বর আওয়ামী লীগের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সেদিন গণভবনে বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচন পরিচালনায় জন্য গত নির্বাচনের মতোই ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। এরপর আজ (শুক্রবার) দলের নির্বাচন পরিচালনা কমিটির সভায় কো-চেয়ারম্যান হিসেবে কাজী জাফর উল্লাহর নাম ঘোষণা করা হলো।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top