দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে খুলনার ৬টি আসনে গণবিজ্ঞপ্তি

Untitled-1-copy-5.jpg

খুলনার দর্পণ ডেস্ক : বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রত্যেক নির্বাচনী এলাকার ভোটারগণকে স্ব-স্ব নির্বাচনী এলাকা থেকে একজন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করার জন্য নি¤œলিখিত সময়সূচি ঘোষণা করেছে।
খুলনা-১ : সে অনুসারে নির্বাচনী এলাকা ৯৯ খুলনা-১, এর সকল বাসিন্দাদের আগামী ৩০ নভেম্বর-২০২৩ খ্রিঃ অথবা উক্ত দিনের পূর্ববর্তী কোনো দিনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উল্লিখিত নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে রিটানির্ং অফিসার (জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা) এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বটিয়াঘাটা/দাকোপ, খুলনা) মনোনয়নপত্র গৃহীত হবে। সেই সাথে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।
খুলনা-২ : নির্বাচনী এলাকা ১০০ বা খুলনা-২, এর সকল বাসিন্দাদের আগামী ৩০ নভেম্বর উক্ত দিনের পূর্ববর্তী কোনো দিনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উল্লিখিত নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা) এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (উপপরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা ও থানা নির্বাচন অফিসারের কার্যালয়, সোনাডাঙ্গা/খুলনা সদর, খুলনা) মনোনয়নপত্র গৃহীত হবে। সেই সাথে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।
খুলনা-৩ : সংসদীয় নির্বাচনী এলাকা ১০১ বা খুলনা-৩, এরসকল বাসিন্দাদের আগামী ৩০ নভেম্বর অথবা উক্ত দিনের পূর্ববর্তী কোনো দিনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উল্লিখিত নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা) এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা ও থানা/উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, দৌলতপুর/দিঘলিয়া, খুলনা) মনোনয়নপত্র গৃহীত হবে। সেই সাথে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।
খুলনা-৪ : প্রজ্ঞাপন অনুসারে নির্বাচনী এলাকা ১০২ খুলনা-৪, নির্বাচনী এলাকার সকল বাসিন্দাদের আগামী ৩০ নভেম্বর অথবা উক্ত দিনের পূর্ববর্তী কোনো দিনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উল্লিখিত নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা) এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দিঘলিয়া/রূপসা/তেরখাদা,খুলনা) মনোনয়নপত্র গৃহীত হবে। সেই সাথে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।
খুলনা-৫ : নির্বাচনী এলাকা ১০৩ বা খুলনা-৫, নির্বাচনী এলাকার সকল বাসিন্দাদের আগামী ৩০ নভেম্বর অথবা উক্ত দিনের পূর্ববর্তী কোনো দিনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উল্লিখিত নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা) এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ফুলতলা/ডুমুরিয়া, খুলনা ও ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, জাহানাবাদ ক্যান্টনমেন্ট, গিলাতলা, খুলনা) মনোনয়নপত্র গৃহীত হবে। সেই সাথে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।
খুলনা-৬ : সংসদীয় নির্বাচনী এলাকা ১০৪ খুলনা-৬ নির্বাচনী এলাকার সকল বাসিন্দাদের আগামী ৩০ নভেম্বর-২০২৩ খ্রিঃ অথবা উক্ত দিনের পূর্ববর্তী কোনো দিনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত উল্লিখিত নির্বাচনী এলাকা থেকে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ইচ্ছুক প্রার্থীদের নিকট থেকে রিটার্নিং অফিসার (জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা) এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে (উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, কয়রা/পাইকগাছা, খুলনা) মনোনয়নপত্র গৃহীত হবে। সেই সাথে অনলাইনেও মনোনয়নপত্র দাখিল করা যাবে।
রিটার্নিং অফিসার/সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২৩ (বৃহস্পতিবার), রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১ থকে ৪ ডিসেম্বর, ২০২৩, মনোনয়নপত্র বাছাইয়ে রিটানির্ং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ থেকে ৯ ডিসেম্বর, ২০২৩, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১৫ ডিসেম্বর, ২০২৩, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, ২০২৩, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, ২০২৩ এবং ভোটগ্রহণের তারিখ ৭ জানুয়ারি-২০২৪ খ্রিঃ। ৭ জানুয়ারি, ২০২৪ তারিখ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন এক গণবিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানান।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top