খুলনার দর্পণ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলামকে মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ১০ (১) ধারা অনুযায়ী গতকাল ১৩ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। ভিসি পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন। এছাড়া তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে উপস্থিত থাকবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারেন বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. রবিউল
