ক্রীড়া ডেস্ক : সহসাই জাতীয় দলে ফিরছেন না তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে তামিম থাকবেন না বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সূত্র।
বিশ্বকাপ শেষেই দুটি টেস্ট খেলতে বাংলাদেশের আসছে নিউজিল্যান্ড। ২৮ নভেম্বর থেকে সিলেটে এবং ৬ ডিসেম্বর থেকে ঢাকায় টেস্ট দুটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে এর আগে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করার কথা আগামী ২০ নভেম্বর। সেই স্কোয়াডে তামিমের থাকার বিষয়ে কোনো আপডেট দিতে পারেননি বাংলাদেশের প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু। তবে বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছেন তামিম এবং তার অনুপস্থিতির কথাও জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিসিবির উচ্চপদস্থ সেই কর্মকর্তা বলেন, ‘সে (তামিম) আমাদের জানিয়েছে যে গত এক মাস ধরে সে অনুশীলন করছে না। যেহেতু সে কাজ করেনি বা কোনো প্রস্তুতি নেয়নি, তাই তাকে সিরিজে পাওয়া যাবে না। সে তার পরবর্তী পদক্ষেপগুলো পরে আমাদের জানাবে।’ উল্লেখ্য, বিশ্বকাপ দল থেকে বেরিয়ে যাওয়ার পর চলতি মৌসুমে চলমান জাতীয় ক্রিকেট লিগেও খেলছেন না তামিম।