সুন্দরবনের নদীতে জেলের জালে ১৬ জাবা মাছ, বিক্রি লাখ টাকায়

Untitled-11-copy.jpg

খুলনার দর্পণ ডেস্ক : সুন্দরবনের দোবেকি এলাকায় আড়পাঙ্গাশিয়া নদীতে চার জেলের জালে ১৬টি জাবা মাছ ধরা পড়েছে। মাছগুলো এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাছগুলো নিয়ে উপকূলে আসেন জেলেরা।
চার জেলে হলেন শফিকুল ইসলাম, রফিকুল বৈদ্য, হায়াত আলী গাজী ও জয়নাল মালী। তারা সুন্দরবন উপকূলের শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোরা গ্রামের বাসিন্দা।
জেলে শফিকুল ইসলাম বলেন, সুন্দরবনে মাছ ধরার লক্ষ্যে বন বিভাগ থেকে পাস নিয়ে যান তারা। সুন্দরবনের দোবেকি এলাকায় আড়পাঙ্গাশিয়া নদীতে জাল ফেললে ধারাবাহিকভাবে ১৬টি জাবা মাছ জালে ধরা পড়ে। পরবর্তীতে মাছগুলো উপকূলীয় মাছের আড়তে নিয়ে এক লাখ পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
তিনি আরও বলেন, যদিও সুন্দরবনের নদীতে বা খালে জাবা মাছ কম বেশি থাকে কিন্তু সেটা জালে খুব কম ধরা পড়ে। অনেক দিন পর একসঙ্গে এতগুলো জাবা মাছ জালে ধরা পড়েছে। বাইরের দেশে জাবা মাছের চাহিদা অনেক। তবে সে অনুযায়ী মাছ পাওয়া যায় না।
উপকূলীয় এলাকার মাছের আড়তের ব্যবসায়ী বক্কার সরদার বলেন, চীনে এই মাছ দিয়ে স্যুপ তৈরি করা হয় এবং দেশটিতে জাবা মাছের জুস বেশ জনপ্রিয়। একই সঙ্গে এই মাছ খুব দামি ও বিদেশে রপ্তানি হয়। মাছগুলো ক্রয় করা হয়েছে বিদেশে রপ্তানিকারকদের কাছে বিক্রির উদ্দেশ্যে।
তিনি আরও বলেন, অনেকদিন পর আড়তে জাবা মাছ এসেছে। বাইরের দেশে এ মাছের ব্যাপক চাহিদা থাকলেও সে অনুযায়ী সরবরাহ করা যায় না।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top