সিনিয়র করেসপন্ডেন্ট ……
খুলনায় ব্যাটারিচালিত ইজিবাইক চাপায় সুজন (২৫) নামের এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে।
বুধবার (১২ জুলাই) দুপুরে মহানগরের লবণচরা থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুজন হরিণটানা এলাকার আবু বক্কার সিদ্দিকীর ছেলে এবং চটপটি বিক্রেতা ছিলেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বাংলানিউজকে বলেন, লবণচরা থানার টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে রাস্তার উল্টো পথ ধরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন সুজন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সুজন। পথচারীরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।