নিজস্ব প্রতিবেদক…
খুলনার দর্পণের সম্পাদক মিনা অছিকুর রহমান দোলনের পিতা নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা মিনা পাড়া নিবাসী
বিশিষ্ট সমাজসেবক, কবি ও সাহিত্যিক মিনা আব্দুল হালিম (৭৩) চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০.০০ মি: শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর গিলাতলা মিনা পাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: নওশের আলী মোড়ল, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, এটিএম গাউসুল আযম হাদী, অধ্যাপক গোলাম কুদ্দুস, মানবাধিকার কমিশন খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও বিভাগীয় প্রতিনিধি মো: অহিদুজ্জামান খোকন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনার দর্পণের সম্পাদকের পিতার ইন্তেকাল
