নিজস্ব প্রতিবেদক……
খুলনার দর্পণের সম্পাদক মিনা অছিকুর রহমান দোলনের পিতা নগরীর খানজাহান আলী থানাধীন গিলাতলা মিনা পাড়া নিবাসী
বিশিষ্ট সমাজসেবক, কবি ও সাহিত্যিক মিনা আব্দুল হালিম (৭৩) চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০.০০ মি: শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ এ চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: নওশের আলী মোড়ল, খুলনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বিএমএ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান জামাল, ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলনা মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ।