পদ্মা সেতুর ঋণ: শোধ হলো দুই কিস্তির ৩১৭ কোটি টাকা

top-2304050821.jpg

জ‌্যেষ্ঠ প্রতিবেদক …
পদ্মা সেতু নির্মাণে সরকারের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধ শুরু হয়েছে। প্রথম দুই কিস্তির প্রায় ৩১৭ কোটি টাকা সরকারকে পরিশোধ করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৪৯ টাকার একটি চেক তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রীর হাতে এ চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ যে কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাবে।

তিনি বলেন, আমি বিশ্বাস করি, জনগণ আমাদের পাশে থাকলে যে কোনো প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা এগিয়ে যেতে পারব। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এর সেরা উদাহরণ।

অর্থ বিভাগ এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যকার একটি চুক্তির আওতায় পদ্মা সেতু নির্মাণের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে খুব কম সুদে ঋণ নেওয়া হয়েছিলো। ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে আগামী ৩৫ বছরে পদ্মা সেতু নির্মাণে সব ঋণ পরিশোধ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top