দর্পণ রিপোর্ট:
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং-২৩ সেমিস্টারের ভর্তি মেলা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ বজলার রহমান ফিতা কেটে এ ভর্তি মেলার উদ্বোধন করেন। ভর্তি মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড টেকনোলজী ফ্যাকাল্টির ভারপ্রাপ্ত ডীন তাজুল ইসলাম, রেজিস্টার মুহম্মদ শরিফুল ইসলাম, বিভিন্ন বিভাগের প্রধান, জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন, অর্থ ও হিসাব শাখার উপ-পরিচালক জিএম আনিসুর রহমান, কাউন্সিলর মাহবাবুর হাসান, মোঃ আলমিন শেখ ও কর্মকর্তাবৃন্দ। উল্লেখ্য, ১১থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ভর্তি মেলা চলবে। মেলায় শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে শতভাগ পর্যন্ত টিউশন ফিসের উপর ছাড় থাকবে। সদ্য ২০২২ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ফেয়ারের আয়োজন করেছে।