নিজস্ব প্রতিনিধি..
বৃহস্পতিবার এনডব্লিউইউ বিজনেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। মীর আহমেদ জুবায়ের কে সভাপতি এবং হিমেল দে কে সাধারণ সম্পাদক করে বিজনেস ক্লাবের উপদেষ্টা দ্বয় জোবায়রা আফসানা, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ এবং আইরিন সুলতানা সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ স্বাক্ষরিত এক বার্তায় পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন নাফিস, সেতাব, রাফি, সিয়াম, অর্থি, নবীন, মৌমি, ফরহাদ এবং ফাহিম। উল্লেখ্য, কমিটি গঠনের পূর্বে নের্তৃত্ব, দলগত কাজ করার ক্ষমতা, করপোরেট ব্যবস্থাপনা সহ বিভিন্ন সফট স্কিল এর ওপর শিক্ষার্থীদের মৌখিক সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়।