দর্পণ ডেস্ক:
খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসই ডিপার্টমেন্ট এর ইফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের তেতুলতলা ভবন মিলনায়তনে আয়োজিত ইফতার মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সম্মানিত সদস্য সৈয়দ হাফিজুর রহমান এবং মোঃ আজিজুল হক।
ইফতারের পূর্বে বিশ্ববিদ্যালয়ের সবার মঙ্গল কামনায় মহান রব্বুল আল-আমিনের দরবারে দোয়া করা হয়।
ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মেহেদী হাসান, প্রক্টর শাকীল আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব প্রাপ্ত মোঃ আনিসুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারী প্রক্টরগন, শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী এবং ডিপার্টমেন্ট এর শিক্ষার্থীবৃন্দ।