ছুরিকাণ্ডের পর একসঙ্গে বিয়েতে সাইফ-কারিনা

Untitled-1-67b99d3a389d2.jpg

বিনোদন ডেস্ক : সাতপাকে বাঁধা পড়লেন কারিনার ফুফাতোভাই আদর জৈন ও আলেখ্য আদভানি। আর এদিন তাদের বিয়েতে এসেছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান। সাইফ বাসায় ছুরিকাহত হওয়ার পর এই প্রথমবার তারকা দম্পতি ধরা দিলেন কোনো সামাজিক অনুষ্ঠানে।

আদর জৈন ও আলেখ্য আদভানি মুম্বাইয়ে সাতপাকে বাঁধা পড়লেন। সেখানেই এদিন জুটিতে হাজির হলেন কারিনা কাপুর খান ও সাইফ আলি খান। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) তাদের এই গ্র্যান্ড বিয়েতে হাতে হাত ধরে আসতে দেখা যায়। তাদের এতদিন পর, বিশেষ করে ছুরিকাণ্ডের পর একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ভেসে যান সবাই। ফটোগ্রাফাররা চিৎকার করতে থাকেন। কেউ কেউ তাকে নবাব বলে ডাকেন।

এদিন সাইফ প্রথমে একা কিছু ছবি তোলেন। তার পর কারিনা তার সঙ্গে যোগ দেন। তাদের এদিন সাবেকি রাজকীয় সাজে দেখা যায়। কারিনা কাপুর খান এদিন একটি লাল রঙের শাড়ি পরেছিলেন। তাতে ভরাট হলুদ জরির কাজ ছিল। সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউস পরেছিলেন। গায়ে ছিল সবুজ পাথরের গহনা। হাতে নিয়েছিলেন একটা ব্যাগ। চুল খোলা রেখে মানানসই মেকআপ করে ধরা দেন অভিনেত্রী। অন্যদিকে সাইফ আলি খান পরেছিলেন একটি কালো রঙের বন্ধ গলা শেরওয়ানি ও সাদা পায়জামা।

এর আগে ২০২৪ সালের নভেম্বর মাসে রোকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আলেখ্য আদভানি ও আদর জৈনের। চলতি বছরের জানুয়ারি মাসে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গোয়ায় বসেছিল সেই অনুষ্ঠানের আসর। এদিন তারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন।

উল্লেখ্য, বলিউড অভিনেতা সাইফ আলি খান গত ১৫ জানুয়ারি গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শয্যাশায়ী ছিলেন। সেখানে সফল অস্ত্রোপচারের পর তাকে আইসিইউ থেকে জেনারেল বেডে নেওয়া হয়। অবশেষে পাঁচ দিন হাসপাতালে থাকার পর মঙ্গলবার  বাড়ি ফেরেন অভিনেতা।

Share this post

scroll to top