ক্রীড়া ডেস্ক : আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। মেগা এই আসরকে ঘিরে এখন অপেক্ষার প্রহর গুনছে পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। কেননা, এই আসরটির মধ্যে দিয়েই যে ১৯৯৬ সালের পর ক্রিকেটের এত বড় আয়োজন হতে যাচ্ছে দেশটিতে। তবে এই সুখের মাঝেও আছে হতাশা ও রাগ। আর সেই রাগটা কেবল ভারতের প্রতি।
কেননা, ভারতের জন্যই যে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারেনি পাকিস্তান। এবার সেই ক্ষোভ ঝরে পড়েছে পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খানের সামাজিক যোগাযোগামাধ্যমে দেওয়া পোস্টে। সেই পোস্টে তিনি কোহলিদের সঙ্গে দেখা হলেও তাদেরকে জড়িয়ে ধরতে বারণ করেছেন পাকিস্তানি ক্রিকেটারদের।
মূলত, বিসিসিআইয়ের অনড় অবস্থানের কারণেই হাইব্রিড মডেলে হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ভারতীয় দল পাকিস্তানের মাটিতে পা না রেখে বরং নিজেদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। এক্ষেত্রে আয়োজক হয়েও ভারতের বিপক্ষে ম্যাচটি নিজেদের মাটিতে খেলার সুযোগ পাবেন না রিজওয়ানের দল। ভারতের এমন আচরণে ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা। যে কারণে ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচটিকে দেখা হচ্ছে প্রতিশোধের ম্যাচ হিসেবেও।
যার আঁচ মিলছে ক্রীড়া সাংবাদিক ফরিদের কথাতেও। পাকিস্তানের সাংবাদিকের মতে, পাকিস্তানের ক্রিকেট ভক্তরা ভারতের ওপর ক্ষুব্ধ। তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচ পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে বন্ধুত্ব দূরে রাখতে বলা হয়েছে। তিনি পাকিস্তানের খেলোয়াড়দের ‘বিরাট কোহলি এবং অন্যান্য ভারতীয় খেলোয়াড়দের আলিঙ্গন না করতেও বলেছেন।