বিনোদন ডেস্ক : একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি দায়ের হয়েছে। চিত্র নায়িকার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে জিডি করেন তার বোন ফিরোজা পারভীন।
জানা গেছে, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার ও শিপনসহ পপি ৩ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার ভাড়াটিয়া বাড়ির সামনে যান। এতে বাধা দিলে পপি ও তার স্বামী ফিরোজা পারভীনকে হুমকি দেন। ওই ঘটনার রেশ ধরেই বোনের বিরুদ্ধে জিডি করেন ফিরোজা।
নায়িকা পপি অনেকটা সময় ধরে পর্দার সামনে আসছেন না। খবরেও খুব একটা শিরোনাম হন না। এরমধ্যে বিয়ে ও সন্তান জন্মের খবর বের হলেও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। হঠাৎ করেই ফের আলোচনায় পপি।