হতাশ হয়ে দেশ ছাড়লেন সাবেক ফুটবলার বিপ্লব

Biplob-Bhattacharjee-679996439a66e.jpg

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা গোলকিপার ছিলেন বিপ্লব ভট্টাচার্য। ১৬ বছর জাতীয় দলে খেলেছেন। ক্লাব ফুটবলে তার ক্যারিয়ার ২৪ বছরের।

এরপর জাতীয় দলেও কোচিং করিয়েছেন। তবে এবার তিনি চরম হতাশা নিয়ে দেশ ছেড়ে গেছেন। কাজের খোঁজে তিনি পাড়ি দিয়েছেন কম্বোডিয়ায়। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিপ্লব তার সব জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে কোচিং ক্যারিয়ারের মাধ্যমে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিতে কাজ করতে চেয়েছিলেন। তবে তার জন্য ফুটবল ফেডারেশন, জাতীয় দল, বয়সভিত্তিক কিংবা একাডেমি অথবা কোনো ক্লাবের দরজা খোলা ছিল না।

সে কারণে প্রচণ্ড হতাশা এবং কষ্ট নিয়ে কম্বোডিয়ায় চলে গেছেন। সেখানে গিয়ে কাজের খোঁজে নামবেন তিনি।

১৯৯৯ সালে কাঠমান্ডুতে সাফ গেমসে স্বর্ণ জেতা দলের অন্যতম সদস্য তিনি। ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দলেরও সদস্য ছিলেন।

তার ঝুলিতে একটা রেকর্ডও আছে। টানা আটটি সাফ চ্যাম্পিয়নশিপে খেলে দক্ষিণ এশিয়ার ফুটবলে অনন্য রেকর্ডও গড়েছিলেন বাংলাদেশের এই গোলকিপার।

Share this post

scroll to top