ডেস্ক রিপোর্ট: দখলকৃত গাজায় ইসরাইলের অমানবিক হামলার মধ্যেও ইসরাইলে তেল ও অন্যান্য সামগ্রী সরবরাহের অভিযোগ উঠেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। দেশটির পার্লামান্টে এ সংক্রান্ত কয়েকটি নথি প্রকাশ করেছেন পার্লামেন্ট সদস্য ওমর ফারুক গেরগারলিওগলু।
গেরগারলিওগলু বলেন, তেল সরবরাহের সময় আমাদের তেলবাহী জাহাজগুলো তাদের অবস্থানের ট্রান্সমিটারগুলো বন্ধ করে দিয়েছিল এবং এমন একটা ভান করেছিল যেন তারা ইতালিতে যাচ্ছে। কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ পরীক্ষা করে দেখেছি, সেই জাহাজগুলো ইসরাইলের হাইফা এবং আশদোদ বন্দরে যায়।
এর আগেও এরদোগান সরকারের বিরুদ্ধে গাজা যুদ্ধের মধ্যে ইসরাইলকে গানপাউডার, অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের অভিযোগ ওঠে। যদিও পরে বিষয়টি অস্বীকার করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী।
উল্লেখ্য, প্রথম মুসিলম দেশ হিসেবে ১৯৪৯ সালে তুরস্কই ইসরাইলের সঙ্গে প্রথম সম্পর্ক স্বাভাবিক করে। পরবর্তীতে সাংস্কৃতিক, বাণিজ্যিক এমনকি সামরিক ক্ষেত্রে সহযোগিতার পর্যায়ে পৌঁছায় দেশ দুটির সম্পর্ক। এমনকি প্রথম মুসিলম নেতা হিসেবে এরদোগানই ইসরাইলে গিয়ে দেশটির প্রতিষ্ঠাতা খ্যাত থিওডর হার্জেলের সমাধী পরিদর্শন করেন।