গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৬৬ লাশ উদ্ধার

25847-678f53fd78e5f.jpg

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর এবং ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৬টি মৃতদেহ উদ্ধার করেছে সিভিল ডিফেন্স।

সোমবার (২০ জানুয়ারি)  বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল ডিফেন্সের কর্মীরা। খবর আলজাজিরার।

সিভিল ডিফেন্স জানিয়েছে, ৫৮টি মৃতদেহ দক্ষিণ গাজায় এবং আটটি উত্তরে পাওয়া গেছে।

আরও জানিয়েছে, ভারি বোমাবর্ষণের কারণে এই মৃতদেহগুলো ভবনের নিচে পড়েছিল। অনেক লাশ কয়েক মাস ধরে ধ্বংসস্তূপের নীচে পড়ে ছিল। এসব লাশ শনাক্তকরণ প্রক্রিয়াকে অনেক জটিল মনে হচ্ছে।

প্রসঙ্গত, দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর রোববার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির ফলে গাজাবাসী তাদের আবাস্থলে আসতে শুরু করেছেন। যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশের কথা বলা হয়েছে।

Share this post

scroll to top