ক্রীড়া ডেস্ক : ষষ্ঠবারের মতো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ২০০০ সালে প্রথমবার ক্লাবটির সভাপতি নির্বাচিত হওয়ার পর ২০০৬ সাল পর্যন্ত এই পদে ছিলেন তিনি। দুই বছর বিরতি দিয়ে ২০০৯ সালে ফের সভাপতি নির্বাচিত হন। এরপর থেকে এবারসহ টানা পাঁচবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাদ্রিদের সভাপতি নির্বাচিত হলেন প্রথিতযশা এই ক্রীড়া সংগঠক।
২০০৯ সালে পেরেজ দ্বিতীয় দফায় সভাপতি হওয়ার পর ক্লাবের ইতিহাসের অন্যতম স্মরণীয় সময় কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। ২০১২, ২০১৭,২০২০,২০২২, ২০২৪—পাঁচবার জিতেছে লা লিগা। এই সময়ে রিয়াল চ্যাম্পিয়নস লিগ জিতেছে ৬ বার। যার মধ্যে ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের শিরোপার হ্যাটট্রিক করেছে।
রিয়ালের সভাপতির চেয়ারে এরই মধ্যে ২০ বছর কাটিয়েছেন পেরেজ। তবে ক্লাবটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময়কালের দিক দিয়ে এখনো সান্তিয়াগো বার্নাব্যুর চেয়ে বেশ পিছিয়ে তিনি। ১৯৪৩ থেকে ১৯৭৮ সালের ২ জুন মৃত্যু পর্যন্ত টানা ৩৪ বছর ২৬৪ দিন এই দায়িত্ব পালন করেছেন বার্নাব্যু। এরপরেই অবশ্য পেরেজের অবস্থান।
ইউরোপীয় ক্লাব ফুটবলের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব পেরেজ ক্লাব পরিচালনায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সুযোগ্য নেতৃত্বেই দীর্ঘসময় ধরে ইউরোপীয় ক্লাব ফুটবলে রাজত্ব করছে রিয়াল। কখন কোন খেলোয়াড়কে দলে টানতে হবে, কাকে ছেড়ে দিতে হবে, কোচদের নিয়োগ এবং সর্বোপরি ক্লাবের আর্থিক ব্যবস্থাপনার জন্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।