ট্রাম্পের কঠোর অভিবাসন আইন প্রয়োগে কৃষিশিল্পে সংকট হতে পারে

Untitled-1-678c6cfe07d6d.jpg

ডেস্ক রিপোর্ট: নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনের ভেতরে স্থানান্তরিত করা হয়েছে। কারণ পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২০ জানুয়ারি) শপথের দিন তীব্র শীতল তাপমাত্রা থাকবে।

শপথ নেওয়ার পর তিনি দেশজুড়ে অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের জন্য অভিযান চালানোর পরিকল্পনা করেছেন। শিকাগোসহ বড় শহরে এসব অভিযান শুরু হবে। এসব অভিযান সপ্তাহজুড়ে চলতে পারে।

তার অভিবাসন নীতি নির্বাচনি প্রচারণায় মূল বিষয় ছিল। এ পরিকল্পনার কারণে কৃষিশিল্পে সংকট হতে পারে। যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ শতাংশ খামারশ্রমিকের বৈধ অভিবাসন মর্যাদা নেই। ক্যালিফোর্নিয়াতেও অনেক ফসল উৎপন্ন হয়, সেখানে শ্রমিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

কৃষিশিল্পের বাণিজ্য সংগঠনগুলোও এর প্রভাব নিয়ে চিন্তিত। এসব শ্রমিক যদি কাজ করতে না পারেন বা আটক হন, তাহলে খাদ্য উৎপাদন বাধাগ্রস্ত হবে। বর্তমানে অভিবাসী শ্রমিকরা কীভাবে তাদের অধিকার রক্ষা করবেন, সে বিষয়ে নানা কর্মশালা চলছে। ট্রাম্পের কঠোর নীতি অনেকের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Share this post

scroll to top