ক্রীড়া ডেস্ক : আগের ম্যাচেই ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন লিটন দাস। ব্যাট হাতে রাজশাহী কিংসের বিপক্ষে করেন ৫৫ বলে অপরাজিত ১২৫ রান। ব্যাট হাতে আগ্রাসী লিটন সেই ইনিংসে হাঁকান ৯টি ছক্কা ও ১০টি চার। সেই ইনিংসের পরেই ইনিংসেই দেখা মিলল উল্টো চিত্র।
অথচ, আগের দুই ইনিংসে দাপুটে পারফর্ম করা লিটনের কাছ থেকে এ ম্যাচে আরও বেশি প্রত্যাশা করেছিল দল। সেই প্রত্যাশা এদিন পূরণ করতে পারেননি লিটন। ইনিংসের পঞ্চম ওভারেই সাজঘরের পথ ধরতে হয়েছে তাকে। ফেরার আগে মন্থর ব্যাটিংয়ে দলকে ফেলে গেছেন বিপদে।
লিটনের পর ব্যর্থ হয়েছেন মুনিম শাহরিয়ার। ৪ বল খেলে মাঠ ছাড়ার আগে কোনো রানই করতে পারেননি তিনি। এদিন ব্যর্থ হয়েছেন মিডল অর্ডারের বাকিরাও। সাব্বির সাজঘরে ফিরেছেন মাত্র ১০ রান করে। এরপর থিসারা পেরেরা ফিরেছেন শূন্য রানে।
এই মুহূর্তে তানজিদ হাসান তামিম দলকে টানছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ১৩ ওভার শেষে ৫ উইকেট খরচায় ৮৩ রান।