সাইফ আলিকে ছুরিকাঘাত, টুইটে ক্ষোভ পূজা ভাটের

pooja-saif-done-6788d41620f6e.jpg

বিনোদন ডেস্ক : নিজ বাড়িতেই ছুরিকাঘাতে আহত হয়েছেন অভিনেতা সাইফ আলি খান। ছয়টি আঘাতের মধ্যে একটি রয়েছে মেরুদণ্ডের কাছে। তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এদিকে ঘটনার পর মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় চলছে। প্রশ্ন উঠছে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। সাইফ-কারিনার প্রতিবেশি অভিনেত্রী পূজা ভাট বলেছেন, তিনি এর আগে কখনও এতটা অনিরাপদ বোধ করেন নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক টুইট করেছেন ৫৩ বছর বয়সি এই অভিনেত্রী। এতে তিনি বান্দ্রায় আরও পুলিশ মোতায়েনের দাবি জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, তার সহকারী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার এবং মন্ত্রী আশিস শেলারকে ট্যাগ করেছেন।

পোস্টে মহেশ কন্যা লিখেছেন, ‘এই অনাচার কি দয়া করে দমন করা যায় মুম্বাই পুলিশ? বান্দ্রায় আরও পুলিশ মোতায়েন প্রয়োজন। এই শহর বিশেষ করে বান্দ্রা এর আগে কখনও এত অনিরাপদ বোধ করেনি। ’

তিনি আরও লেখেন, ‘আমাদের আইন আছে.. শৃঙ্খলার কী হবে?’

পূজা ভাট লিখেছেন, ‘স্থানীয় পুলিশ আমাদের প্রতিরক্ষার প্রথম সারির ভূমিকা পালন করে। স্থানীয় পুলিশ প্রথম প্রতিরোধকারী/তৃণমূল রক্ষাকারী। আইন প্রয়োগকারী সংস্থার কর্তব্য হল এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে অপরাধ প্রবণতা সম্পন্ন ব্যক্তিরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে বিট অফিসারকে অবশ্যই প্রতিরোধক হিসেবে কাজ করতে হবে।’

হাসপাতাল সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, সাইফের শরীর থেকে প্রায় ২-৩ ইঞ্চির একটি ধারালো বস্তু বের করা হয়েছে। চিকিৎসকেরা মনে করছেন ওটা ছুরিরই ভাঙা অংশ। অভিনেতার শরীরে ছয়টি ক্ষত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর। সাইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় প্রথমবার কারিনা কাপুরের টিমের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেত্রী ও তার দুই সন্তান সুরক্ষিত রয়েছেন। এতে তাদের কোনো ক্ষতি হয়নি।

কারিনার সহযোগী দলের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কারিনা ও সাইফের বাড়িতে চুরির চেষ্টা চালানো হয় গতকাল রাতে। বাহুতে চোট লাগার কারণে সাইফ হাসপাতালে চিকিৎসাধীন। অস্ত্রোপচার হচ্ছে। পরিবারের বাকি সবাই নিরাপদ। সংবাদমাধ্যম ও অনুরাগীদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। দয়া করে কোনও জল্পনা বাড়াবেন না। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। ধন্যবাদ।’

Share this post

scroll to top