আমিরের ওপর নির্যাতন চালাতেন কিরণ, নেপথ্যে কী?

Amir-khan-678392352aab8.jpg

বিনোদন ডেস্ক : আমির খান ও কিরণ রাওয়ের বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কয়েক বছর হলো। যদিও স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছেন আমির। একসঙ্গে কাজও করেন তারা। তবে সম্পর্কে থাকাকালে নাকি আমিরের ওপর এক সময় রীতিমতো অত্যাচার করতেন কিরণ। সম্প্রতি এর নেপথ্য কারণ নিজেই জানিয়েছেন কিরণ।

তখন ‘ধোবি ঘাট’ ছবির শুটিং চলছে। ২০১০-এ এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে হাতেখড়ি হয় কিরণের। তার প্রথম ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন আমির। সেই সময় আমিরের ওপর বেশ অত্যাচার করছেন কিরণ। কারণ, আমির নাকি বিভিন্ন সময়ে কিরণের কাজের ওপর খবরদারি করতে চাইতেন। আর তাতেই মুখের ওপর না বলে দিতেন কিরণ।

কিরণের কথায়, আমার মনে হয় ‘ধোবি ঘাট’ ছবিতে দারুণ কাজ করেছে আমির। তবে ছবিটা করার সময় আমি বেশ চাপেই ছিলাম। সেই সময় আমি ওকে কিছুটা নির্যাতনও করেছি। আমির কোনোও পরামর্শ দিতে এলেই আমি বলতাম, ‘না, না, না’।

নিজের জীবনের প্রথম ছবি, তাই খানিক আতঙ্কেই থাকতেন কিরণ। তারমধ্যে স্বল্প বাজেট। কিরণের কথায়, ‘সেটি অল্প বাজেটের ছবি। ফলত আমি আতঙ্কিত ছিলাম যে, আমি যা চাই তা করতে পারব কি না। আমি সেটে অন্য সকলের প্রতি খুব ধৈর্যশীল ছিলাম। কারণ, স্পষ্টতই আমি অন্য কারও ওপর তো আর চিৎকার করতে পারব না।

‘অন্যদের সঙ্গে কথা বলার সময় তাই সচেতন থাকতাম। কিন্তু আমিরের সঙ্গে আমার সে সব করার দরকার পড়ত না। কারণ, ও আমার স্বামী। রাগ হলে ওর ওপরেই দেখাতাম।’

Share this post

scroll to top