‘জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন’

ASM-Abdur-Rob-677ca62e3aa28.jpg

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জয় বাংলা বলা অপরাধের হলে তাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সোমবার রাতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তার ভাষ্য, ‘আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সাথে আরও অনেকে ছিল৷ জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এটা নিয়ে কোর্টে মামলা আছে, আমি এটা নিয়ে আর মন্তব্য করব না।’

২ মার্চ ১৯৭১ সালে আবদুর রবই সর্বপ্রথম বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়িয়েছিলেন। তিনি জয় বাংলা স্লোগান নিয়ে সম্প্রতি এ বক্তব্য দেন।

গতকাল সিরাজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকীতে সিরাজুল আলম খান রিসার্চ সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বারিধারা ডিওএইচএসে গবেষণা কেন্দ্রটির অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন। বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলেছেন বাংলার জয়, বাঙালির জয়।’

‘জয় বাংলা’ স্লোগানকে আপন করে নিয়েছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও, দাবি করেন আবদুর রব। তিনি বলেন, ‘বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন৷ কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন বাংলার জয়, বাঙালির জয়।’

Share this post

scroll to top