আখের মতো চিপে পিঠ ভেঙে ফেলা হয়েছে বুমরাহর: হরভজন

1-2-677cb3fef2c68.jpg

ক্রীড়া ডেস্ক : বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ ম্যাচে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের রেস থেকে ছিটকে গেছে ভারত। তবে তার থেকেও ভারতের জন্য দুশ্চিন্তার কারণ এখন সিরিজসেরার পুরস্কার হাতে নেওয়া জাসপ্রিত বুমরাহ। সিডনি টেস্টে পিঠের চোটে পড়েছেন সময়ের সেরা এই পেসার। যেই চোটে অনিশ্চয়তায় পড়ে গেছে বুমরাহর চ্যাম্পিয়নস ট্রফিতে খেলাও। যা নিয়েই এবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের কঠোর সমালোচনা করলেন সাবেক কিংবদন্তি স্পিনার হরভজন সিং।

ভারতের সাবেক এই স্পিনারের মতে, আখকে চিপে যেভাবে ছোবড়া বানানো হয়, বুমরাকে বোর্ডার–গাভাস্কার সিরিজে সেভাবেই ব্যবহার করা হয়েছে। তাতে শেষ পর্যন্ত পিঠের চোটে পড়তে হয়েছে সর্বোচ্চ ৩২ উইকেট নেওয়া বুমরাহকে।

বুমরাহকে অতি বোলিং করানো নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে হরভজন বলেন, ‘আখ চিপে যেভাবে সব রস বের করে নেওয়া হয়, সেভাবে তাকে ব্যবহার করা হয়েছে। ব্যাপারটা এমন ছিল যে ট্রাভিস হেড এসেছে, বলটা বুমরাকে দাও; মারনাস এসেছে, বলটা বুমরাকেই দাও; স্টিভ স্মিথ এসেছে, বুমরাকেই দাও বলটা।’

বুমরাহকে ফিট রাখতে টিম ম্যানেজমেন্টকেও আরও পরিণত আচরণ করার কথা বলেছেন হরভজন। বলেন, ‘বুমরা কত ওভার বোলিং করবে? অবস্থা এমন করে ফেলা হয়েছিল যে শেষ পর্যন্ত তাকে পাওয়া যায়নি। সে থাকলে অস্ট্রেলিয়া হয়তো পঞ্চম (সিডনি) টেস্টটি জিততই, কিন্তু ৮টি উইকেটও পড়তে পারত, কাজটা তাদের জন্য কঠিন হতো। তার পিঠটা ভেঙে ফেলা হয়েছে। তাকে দিয়ে কত ওভার বোলিং করানো হবে, সেই সিদ্ধান্ত নেওয়া উচিত ম্যানেজমেন্টের।’

Share this post

scroll to top