নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে এমপিএইচ প্রোগ্রামের ওরিয়েন্টশন

IMG-20250103-WA0008.jpg

দর্পণ রিপোর্ট :
আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং-২০২৫ সেমিস্টারের মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান বৃহস্পতিবার বেলা ৩.০০ টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ এর বিভাগীয় প্রধান মোহা. আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সিরাজুল হক চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। তারা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরো সুনাম বয়ে আনতে পারে এ ব্যাপারে শিক্ষার্থীদের আরো সজাগ হতে বলেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্বাস্থ্য সেবার মান বৃদ্ধি কল্পে বিশ^বিদ্যালয়ে এমপিএইচ প্রোগ্রাম চালু করা হয়েছে। এতেকরে, এই এলাকার সাধারণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবার নতুন দিগন্ত উন্মোচিত হলো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথ ফ্যাকাল্টির ডীন প্রফেসর মাসুমা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর, ট্রেজারার প্রফেসর কানাই লাল সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ড. মোঃ রউফ বিশ্বাস রেজিস্ট্রার প্রফেসর ড. মোল্লা আমীর হোসেন। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্স এন্ড টেকনোলজির ডীন মোঃ ইনজামাম উল হোসেন, প্রক্টর মোঃ আছাদুজ্জামান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মিনা অছিকুর রহমান দোলন।

Share this post

scroll to top