আইনজীবীকে হত্যা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশের ডাক

Untitled-1-66e440f7a8824-671924be0b58d-67342247e3d3b-6746a03a59cef.jpg

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশের ডাক দিয়েছে।  চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

এ ঘটনায় সন্ধ্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে রাতে এক ফেসবুক পোস্টে সংগঠনটি রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে বুধবার এক শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দেয়।

এতে বলা হয়, আমাদের শহিদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলিয়ান করব।

পোস্টে সংযুক্ত থাকা পোস্টারে উল্লেখ করা হয়, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহিদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর ২টায় কেন্দ্রীয় শহিদ মিনারে এই শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার চিন্ময়ের জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এসময় সংঘর্ষের মধ্যে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। তবে এই মৃত্যুর জন্য দায়ীকে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিতের দাবি তুলে মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন।

সেখানে তিনি লিখেছেন, কোনো নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Share this post

scroll to top