বিনোদন ডেস্ক : মা-বাবার সঙ্গে বেড়াতে বেরিয়ে দারুণ খুশি একরত্তি মেয়ে। সারাক্ষণ নাকি সে হইহুল্লো়ড়ে ডুবে রয়েছে বলে জানান অভিনেতা রাহুল মজুমদার। হিসাব যা ছিল, তাতে রণবীর-দীপিকার কন্যা দুয়ার কাছাকাছিই জন্মদিন হওয়ার কথা ছিল টালিউড অভিনেতা রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাসের সন্তানের। কিন্তু সেই মেয়ে জন্মে গেল একটু আগে। তাই এখন তার বয়স তিন মাস। দম্পতি মেয়ের নাম রেখেছেন আইরা।
কালো জিপ গাড়ির বনেটের ওপরে বসে খুদে। মা-বাবা দুজনেই আগলাচ্ছেন তাকে। পরনে হালকা শীতবস্ত্র। পেছনে গাছগাছালির আভাস। মেয়েকে নিয়ে কোথায় গেলেন রাহুল-প্রীতি? জবাবে অভিনেতা জানালেন, শান্তিনিকেতন বেড়াতে গেছেন তারা। সঙ্গে আরও অনেকেই রয়েছেন। তাদেরই একজন মোবাইলে আইরার ছবি তুলছিলেন। মেয়ে এত লক্ষ্মী যে কোনো কান্নাকাটি নেই তার।
পুরাণ মতে— দেবী লক্ষ্মীর আরেক নাম আইরা। একই সঙ্গে স্বাধীনচেতা, দৃঢ়চেতা নারীর প্রতীকও এই নাম। মেয়েকে তেমনভাবেই গড়ে তোলার স্বপ্ন দেখেন এ দম্পতি। সন্তান আসার পর আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন তারা। কিন্তু আইরাকে কার মতো দেখতে হলো— এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, অনেকে বলেন— আমার মতো। অনেকের দাবি— প্রীতির আদলে গড়া। এ কথা বলার পর হেসে রাহুল বলেন, মায়ের মতো দেখতে হয়েছে শুনলে নাকি আনন্দে আটখানা অভিনেত্রী স্ত্রী। মেয়ে পিতৃমুখী শুনলে ঠোঁট ফোলান! আপাতত সন্তানকে ঘিরে দম্পতির দিন কাটছে। মেয়েরও কোনো বায়না নেই। একমাত্র খিদে পেলে গলার স্বর শোনা যায়। নইলে হুল্লোড় ভালোবাসে সেও।