‘যশ তুমি টিভিতে আসবে আমায় তো বলোনি’

Nusrat-673b09a012fe8.jpg

বিনোদন ডেস্ক : একসময় টেলিভিশনের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। ২০১৩ সালে ‘বোঝেনা সে বোঝেনা’- টেলি সিরিয়ালটির মাধ্যমেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন যশ। টেলিদর্শক তাকে চিনেছিল অরণ্য সিংহ রায় হিসাবে। তবে বর্তমানে তিনি বড়পর্দার নায়ক। এমনকি বলিউডের হিন্দি ছবিতেও কাজ করে ফেলেছেন।

এদিকে এই জল্পনা আরও খানিক বেড়েছিল অভিনেত্রী নুসরাত জাহানের পোস্টে। যেখানে তাকে বলতে শোনা গিয়েছিল, সবাই যশের টেলিভিশনে পা রাখা নিয়ে প্রশ্ন করছে তার কাছে। তাই তিনি সোজা চলে গিয়েছেন অভিনেতার কাছে আসল সত্য জানতে।

নুসরাত গিয়ে অভিনেতাকে সরাসরি জিজ্ঞেস করেন, ‘এই যশ তুমি টেলিভিশনে আসবে আমায় তো বলোনি?’ নুসরতের কথা শুনে যশ অবাক হয়ে বলেন, ‘আরে আমি তো আমার ফার্স্ট ফ্যামিলি অর্থাৎ দর্শকদের অলরেডি জানিয়ে দিয়েছি। তবে যশ জানিয়ে দিলেও অভিনেত্রীর কথায়, তিনি কিছুই বুঝতে পারছেন না। সকাল থেকে সবাই তাকে ফোন করছে। তাই নুসরাতের অনুরোধ, ‘যশ প্লিজ় তুমি আমায় সত্যি করে বলো তো তুমি কি টেলিভিশনে ফিরছো?’

যশ নুসরাতকে শান্ত করে বলেন, ‘আমি নয়, আমরা আসছি টেলিভিশনে। এ কথা শুনে তো আরও অবাক নুসরত। যশ কী বলছে এসব?

অভিনেতার কথায়, ‘আমাদের প্রথম ছবি সেন্টিমেন্টাল আসছে টেলিভিশনে। প্রথমবার আসছে, তাই ধামাকা তো হবেই। যশের মুখে এ কথা শুনে খানিক স্বস্তি পান অভিনেত্রী।

এর আগে যশ নিজেও একটি ভিডিওতে জানান যে তিনি শীঘ্রই টেলিভিশনে আসছেন। তবে সেই সময় দিনক্ষণ ঘোষণা না করলেও এবার অভিনেতা বলেন, ২৪ নভেম্বর স্টার জলসায় ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে দেখা যাবে ‘সেন্টিমেন্টাল’।

Share this post

scroll to top