রাজধানীতে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা

Untitled-1-6739803822997-1.jpg

ডেস্ক রিপোর্ট: লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া বাতিলের দাবিতে রাজধানীর মিরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা।

তাদের দাবি, চলমান লটারি পদ্ধতি বাতিল করতে হবে। ভর্তি পরীক্ষা চালু করে করতে হবে। লটারি পদ্ধতি হওয়ার কারণে নানা সময় আমরা বৈষম্যের শিকার হই। তাই এই পদ্ধতি বাতিল চাই আমরা।’ এদিকে রাস্তা অবরোধ করায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

ঢাকাসহ সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অভিন্ন নিয়ম মেনে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে আগামী বছরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।

মোহাম্মদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে।

বেলা ১১টা ১০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

এর আগে তাদের দাবির সমর্থনে অনলাইনে প্রচার চালান এবং নির্ধারিত সময়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

Share this post

scroll to top