দীর্ঘ দু’বছরের বিরতির পর অভিনয়ে ফিরলেন অ্যালেন শুভ্র

Shuvro-pic-673969b6de2ce.jpg

বিনোদন ডেস্ক : অভিনেতা হিসাবে নাটকে বেশ সুনাম কুড়িয়েছেন উদীয়মান তরুণ অভিনেতা অ্যালেন শুভ্র। সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। কিন্তু হঠাৎ করেই নিজেক গুটিয়ে নিয়ে আড়ালে চলে যান।

দীর্ঘ দুবছরের বিরতির পর আবারও অভিনয়ে ফিরলেন তিনি। শুরু করেছেন একটি নাটকের কাজ। ‘দেনা পাওনা’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন এ অভিনেতা। এটি রচনা ও পরিচালনা করছেন কে এম সোহাগ রানা।

নাটকটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে অ্যালেন শুভ্র বলেন, ‘আবার কাজ শুরু করলাম। নানা কারণে এতদিন একটু বিরতি নিয়েছিলাম। তবে এখন থেকে নিয়মিত হব।’

এর আগে ২০১৮ সালে নির্মাতার অভিযোগে নিষিদ্ধ হন এই অভিনেতা। নাটকের শুটিংকে কেন্দ্র করে নির্মাতা নিয়াজ মাহবুবের গায়ে হাত তোলায় নাটকের বিভিন্ন সংগঠন মিলে তিন মাস সব ধরনের শুটিং থেকে বিরত থাকার নির্দেশ দেন তাকে।

Share this post

scroll to top