এবারের বইমেলা আসছে অভিনেতা ফারুক আহমেদের নতুন বই

Faruk-Ahmed-67396d88420f2.jpg

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অধিকাংশ নাটক ও সিনেমায় সরব উপস্থিতি ছিল এ অভিনেতার। এখনো নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি লেখালেখি ও নাটক নির্দেশনার কাজও করছেন। আগামী বইমেলা উপলক্ষ্যে ‘আমার না বলা কথা’ নামে নতুন বই প্রকাশের উদ্যোগ নিয়েছেন তিনি।

নতুন গল্পগ্রন্থ সম্পর্কে ফারুক আহমেদ বলেন, ‘মূলত আমার পাঠকরাই আমাকে অনুপ্রাণিত করেছেন আবারও বই প্রকাশে। অভিনেতার পাশাপাশি ভক্ত-পাঠক আমাকে একজন লেখক হিসাবেও গ্রহণ করেছেন। সবার কাছে কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, চব্বিশের বইমেলায় প্রকাশ হয়েছিল ফারুক আহমেদের দুটি বই। একটি ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও অপরটি ‘ভাঙা চশমা’। প্রয়াত হুমায়ূন আহমেদকে এখনো যে মিস করেন তিনি, সেটি তার লেখা এ বই থেকে সহজেয় অনুমেয়।

এছাড়া অভিনেতা নিজেও বলেছেন, প্রখ্যাত এ সাহিত্যিকের সঙ্গে কাজ করা সেই দিনের কথা। যা আজও তার স্মৃতিতে গাঁথা রয়েছে।

Share this post

scroll to top