ট্রলারসহ ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

Coxbazar11-6734736fe4da1.jpg

ডেস্ক রিপোর্ট:  কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণসামগ্রী রড ও সিমেন্ট নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে দুই ট্রলারসহ ছয়জনকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। এদের মধ্য ৫ জন বাংলাদেশি ও ১ জন রোহিঙ্গা বলে জানা গেছে।

তারা হলেন-সেন্টমার্টিন পূর্ব পাড়ার বাসিন্দা ফয়জু,  মোস্তাক মাঝি, আব্দুর রহমান মাঝি, নুর আলম, ইমরান ও অপরজন রোহিঙ্গা।

বুধবার (১৩ নভেম্বর) সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ জানান, মঙ্গলবার রড-সিমেন্টসহ বিভিন্ন মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মিরা। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের এখনো ফেরত দেয়নি। তাদের ফেরত আনতে পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা কামনা করেছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, আমি এলাকাতে নেই। তাই কিছু বলতে পারছিনা।

এ বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, ‘আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য এখনও পৌঁছায়নি। তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

উল্লেখ্য, সাম্প্রতিক নাফ নদী এলাকা থেকে বাংলাদেশি মাঝি-মাল্লাদের অপহরণের ঘটনা বেড়েছে, যা নিয়ে নৌযান মালিক ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

Share this post

scroll to top