১৮ বছরে প্রথম এমন অভিজ্ঞতা সিটির, লিভারপুলের দাপট

3-3-673037f239d8d.jpg

ক্রীড়া ডেস্ক : দুঃসময় যেন কিছুতেই কাটছে না ম্যানচেস্টার সিটির। টটেনহাম, বোর্নমাউথ ও লিসবনের কাছে হারের পর এবার প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের মাঠেও ২-১ গোলের ব্যবধানে হারতে হয়েছে পেপ গার্দিওয়লার দলকে। এ নিয়ে টানা চতুর্থ হার সিটির। ২০০৬ সালের পর সব প্রতিযোগিতা মিলিয়ে এই প্রথম ১৮ বছর পর এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো সিটিকে।

সিটির এমন অবস্থার সুযোগ নিয়ে পয়েন্ট টেবিলে আধিপত্য বিস্তার করছে লিভারপুল। সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে ব্যবধান ৫ পয়েন্টে নিয়ে গেছে আর্নে স্লটের দল।

ব্রাইটনের বিপক্ষে এদিন লিডটা অবশ্য শুরুতে পেয়েছিল সিটিই। ম্যাচের ২৩ মিনিটে সিটিকে এগিয়ে নেন নরওয়েজিয়ান তারকা আলিং হালান্ড। হালান্ডের ওই গোলের পর ধরে নেওয়া হচ্ছিল এ ম্যাচে জিততে যাচ্ছে সিটিই। কেননা, হালান্ড গোল করেছে আর সেটি জয় পায়নি এখনও পর্যন্ত এমন হয়নি। যদিও সেটিই দেখতে হলো গতকাল দ্বিতীয়ার্ধের শেষ দিকে পাশার দান পাল্টে দিয়েছে ব্রাইটন।

প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে পেদ্রুর গোলে সমতায় ফেরার পর ৮৩ মিনিটে ম্যাট ও’রাইলি গোলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন। চেলসিকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলে উঠে আসে চার নম্বরে।

অন্যদিকে সিটিজেনদের হারের খবর পেয়ে মাঠে নেমে অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে গোল দুটি করেন ডারউইন নুনেজ ও মোহাম্মদ সালাহ। এ জয়ে ১১ ম্যাচ শেষে দলটির পয়েন্ট এখন ২৮। সমান ম্যাচে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩।

Share this post

scroll to top