আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করেও কিছুই হলো না কিষাণের

3-12-67274209f2684.jpg

ক্রীড়া ডেস্ক : বর্ডার-গাভাস্কার ট্রফির আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচ খেলছে ভারত ‘এ’ দল। আর সেই ম্যাচে আম্পায়ারের সঙ্গে অসদাচরণ করেছেন ভারতের উইকেটরক্ষক ইশান কিষাণ। আম্পায়ারের নেওয়া এক সিদ্ধান্তকে স্টুপিড বলেন কিষাণ। তার এমন কথার পর কিষাণের বিরুদ্ধে অভিযোগ আনার কথা বলেন ওই আম্পায়ার। যদিও ম্যাচ শেষে কিছুই হয়নি কিষাণের। কোনো অভিযোগই আনেননি আম্পায়ার শন ক্রেইগ।

ঘটনা ম্যাচের শেষ দিনের। ভারত তখন ফিল্ডিংয়ে। দিনের খেলা শুরুর আগে বল পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান আম্পায়ার। যা মেনে নেয়নি ভারত। এ সময়ে স্টাম্প মাইকে আম্পায়ার ক্রেইগে বলতে শোনা যায়, ‘আপনারা বলে আঁচড় কেটেছেন, আমরা বল পরিবর্তন করছি। আর কোনো আলোচনা হবে না। লেটস প্লে…।’

যার জবাবে কিষাণ বলেন, ‘আমরা এই বল দিয়ে খেলব… এটা খুবই ‘স্টুপিড’ সিদ্ধান্ত।’ যার জবাবে আম্পায়ার ক্রেইগ বলেন, ‘এক্সকিউজ মি, মতবিরোধ প্রকাশ করায় আপনার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। এটা অসঙ্গত আচরণ। আপনাদের কাজের কারণে বল পরিবর্তন করেছি আমরা।’

নিয়মানুযায়ী, বলে আঁচড় কাটা বা কোনোভাবে বলে অবস্থা পরিবর্তন করার শাস্তি পাঁচ রান পেনাল্টি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, আম্পায়াররা যদি নিশ্চিত হতে না পারেন যে, বলের অবস্থা কীভাবে পরিবর্তন হলো, তাহলে স্রেফ বল পরিবর্তন করবেন।

তবে এ ঘটনায় ভারতকে কোনো পেনাল্টি দেওয়া হয়নি। স্রেফ বল পরিবর্তন করা হয়েছে। তাছাড়া কিষাণের বিরুদ্ধে অভিযোগ আনার কথা বললেও সেটিও করা হয়নি।

যা নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, ‘ম্যাচের চতুর্থ ইনিংসে বলটি বদলে ফেলা হয় বলের অবস্থার অবনতি হওয়ায়। দুই দলের অধিনায়ক ও ম্যানেজারকে সেটি জানানো হয় দিনের খেলা শুরুর আগে। আর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

উল্লেখ্য, চতুর্থ ইনিংসে ২২৫ রান তাড়ায় ম্যাচটি শেষ পর্যন্ত ৭ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া ‘এ’ দল।

Share this post

scroll to top