ছেলের জন্মদিন উদযাপন করে কটাক্ষের শিকার শোয়েব মালিক

3-3-6727046b577cf.jpg

বিনোদন ডেস্ক : ছেলে ইজানের জন্মদিন উদযাপন করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। দুবাইয়ে ছেলের জন্মদিন উদযাপনের সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন শোয়েব। আর এতেই তাকে হতে হচ্ছে কটাক্ষের শিকার।

এর আগে প্রথমে ছেলের জন্মদিন উদযাপনের ছবি শেয়ার করেন সানিয়া মির্জা। যেখানে তাদের দুজনকে বেশ হাসিখুশি দেখিয়েছে। তবে পরবর্তীতে শোয়েব ছেলের জন্মদিন উদযাপনের পোস্ট দিলে শুরু হয় আলোচনা। মালিককে নেতিবাচক মন্তব্য করা শুরু করেন নেটিজেনরা।

শোয়েবের পোস্টে সানিয়ার সঙ্গে বিচ্ছেদের জন্য তাকে দায়ী করা হয়। সেই সঙ্গে সানা জাভেদকেও নিন্দা করতে ছাড়েননি সানিয়া ভক্তরা। শোয়েবের পোস্টে কমেন্ট করাদের বেশিরভাগই সানিয়ার পক্ষে কথা বলেছেন। সানিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার দায় শোয়েবকে দিয়েছেন।

উল্লেখ্য, ২০১০ সালে সানিয়া মির্জাকে বিয়ে করেন শোয়েব মালিক। দুই দেশের এই দুই তারকার যুগলবন্দী তখন ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। তাদের সংসারে ইজানের জন্ম হয় ২০১৮ সালে। তবে এরপর শুরু হয় জটিলতা। ২০২৩ সালে বিচ্ছেদ হয় এই দম্পতির। পরে চলতি বছরের শুরুর দিকে সানাকে বিয়ে করেন শোয়েব।

Share this post

scroll to top