সে না আসলে খারাপ করব, মাথা থেকে দূর করা উচিত: সাকিব ইস্যুতে বাশার

3-25-6725a1baf296f.jpg

ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান। তবে ওয়ানডে ক্রিকেটকে এখনও বিদায় না বলায় স্বাভাবিকভাবেই তার থাকার কথা ছিল আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে। সংযুক্ত আরব আমিরাতে এই ম্যাচগুলো হওয়ায় তেমন সমস্যাও ছিল না সাকিবের খেলায়। এরপরও তাকে দলে রাখেনি নির্বাচকরা। যা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে কি ওয়ানডে ক্রিকেটও শেষ হচ্ছে সাকিব অধ্যায়।

বিসিবি অবশ্য আপাতত সাকিবকে ছাড়াই পরিকল্পনা করছে। দেশের তারকা অলরাউন্ডারকে এক রকম মাথা থেকে দূর করে নিজেদের বাকি ক্রিকেটারদের নিয়েই এগোতে চাচ্ছে। যা পরিষ্কার হলো সাবেক নির্বাচক ও নারী দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশারের কথায়।

সাকিবের ভবিষ্যৎ নিয়ে বাশার বলেন, ‘এটা আলোচনার বিষয়। এটা আমরা সামনের দিকে তাকিয়ে দেখব সামনে কি হয়। এই মুহূর্তে যারা দলে আছে তাদের নিয়ে চিন্তা করা উচিত। অন্য কেউ আসলে ভালো করব, সে না আসলে খারাপ করব- এটা আমাদের মাথা থেকে দূর করে দেওয়া উচিত। আমাদের যা আছে তা নিয়েই পরিকল্পনা করা উচিত।’

সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের এমন হতশ্রী পারফরম্যান্স অবাক করেছে বাশারকে। যা নিয়ে তিনি বলেন, ‘এই সিরিজটা আমাকে খুব অবাক করেছে। আমি সত্যিই বিস্মিত হয়েছি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ওদের কন্ডিশনে খুব ভালো করেছিলাম। ভারত সফর থেকে আমাদের আকস্মিক বিপর্যয় শুরু হয়েছে। ভারত শক্তিশালী দল, সেখানে সবাই সংগ্রাম করে। আশা করেছিলাম দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করব। আমি তো আশা করেছিলাম সিরিজ জিতব।’

বাশার আরও বলেন, ‘কারণ এর আগে যতগুলো দক্ষিণ আফ্রিকার দল এসেছে, এরা সবচেয়ে অনভিজ্ঞ ছিল। এর আগে অনেক শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা খেলেছি। এ দলটা বেশ অনভিজ্ঞ এই কন্ডিশনে খেলার জন। আমার প্রত্যাশা ছিল এই সিরিজটা জিতব এবং আমরা ভালো খেলব। বিস্ময়করভাবে আমরা দুটি টেস্টেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারিনি। যে ক্রিকেটটা খেলেছি সেটা আমার কাছে একদম গ্রহণযোগ্য না। আমি নিজেও খুব অবাক হয়েছি।’

Share this post

scroll to top