হাউসফুল মঞ্চে মদ্যপকে দেখেই যে কাণ্ড করলেন সোনু

6636-6721cc67122f5.jpg

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম সম্প্রতি রাজস্থানের কোটাতে মঞ্চে গান করছিলেন। এ  অনুষ্ঠানটি ছিল একেবারে হাউসফুল। একের পর এক গানে দর্শকদের মুগ্ধ করছিলেন এ জনপ্রিয় গায়ক। কিন্তু হঠাৎই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড।

এ সংগীতশিল্পী যখন গান গাইতে ব্যস্ত, ঠিক তখনই এক মদখোর মঞ্চে এসে হাজির।  ধরতে চাইলেন সোনু নিগমের পা! আর তা বুঝতেই তখনই গাইতে গাইতে দৌড় দিলেন এ গায়ক। এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা সেই মদ্যপকে সরানোর চেষ্টা করেন। একপর্যায়ে গায়েও হাত তোলা হয় সেই নেশাখোরকে। কিন্তু এ সংগীতশিল্পী এক মুহূর্তের জন্যও গান থামাননি। বাধা এড়িয়ে গিয়ে গান চালিয়ে যান। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে সেই ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিও দেখে নেটিজেনদের দাবি— এ রকম অনুষ্ঠানে আরও নিরাপত্তা বাড়ানো উচিত। তা না হলে শিল্পীরা বিপদে পড়তে পারেন। অনেকে আবার বলছেন— মদ্যপ ব্যক্তি সোনু নিগমের ফ্যান। ব্যক্তিকে এভাবে না মারলেও চলত। তবে এ ঘটনা নিয়ে এখনও মুখ খোলেননি সোনু।

Share this post

scroll to top