সেনা কর্মকর্তা তানজিম হত্যায় জড়িত কামাল উদ্দিন গ্রেফতার

Teknaf-671c046b03216.jpg

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার সঙ্গে জড়িত মোহাম্মদ কামাল উদ্দিন (৩৫) প্রকাশ বিন্ডি কামাল নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর এর পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজার জেলার চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) শহিদ হন। এ ঘটনার পর থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুষ্কৃতিকারীদের ধরতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই প্রেক্ষিতে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ডুলাহাজারা রংমহল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত মোহাম্মদ কামাল উদ্দিন (৩৫) প্রকাশ বিন্ডি কামালকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল উদ্দিন ওই ডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা স্বীকার করেছেন।

হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় জড়িত এ পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ৩ জন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। ওই ঘটনায় জড়িত অবশিষ্ট ডাকাতদের গ্রেফতারে সেনাবাহিনীর সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেনা অভিযানে গ্রেফতার ব্যক্তিকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়।

তানজিম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী বলেন, সেনাবাহিনী শুক্রবার রাত সোয়া ৯টার দিকে আটক কামাল উদ্দিনকে থানায় হস্তান্তর করেছে। শনিবার আদালতে পাঠানো হবে।

Share this post

scroll to top