ইসরাইলের হামলার কঠোর সমালোচনা ইরানের

3-13-671619118df3e.jpg

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলি সরকারের বর্বর অপরাধ অব্যাহত রাখার তীব্র নিন্দা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

রোববার ইসরাইলের হামলার নিন্দা জানিয়ে এই কূটনীতিক বলেন, ‘এটি লজ্জাজনক যে ইসরাইলি শাসকদের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলি নীরবতা পালন করছে। তাদের দায়িত্বের অভাবের পরিপ্রেক্ষিতে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে প্রতিদিন সব ধরণের অপরাধ এবং বর্বর কর্মকাণ্ড চালাচ্ছে ইসরাইল।’

বাঘাই আরও উল্লেখ করেন, ইহুদিবাদী শাসক ফিলিস্তিনিদের বিরুদ্ধে তার অপরাধ অব্যাহত রেখেছে কারণ তারা দায়মুক্ত এবং ওয়াশিংটন থেকে সমর্থন পায়।

এছাড়াও তিনি গাজার উত্তরের শহর বেইত লাহিয়ায় কয়েক ডজন ফিলিস্তিনিদের সর্বশেষ গণহত্যার নিন্দা করেন। সেই সঙ্গে শত শত চরমপন্থি ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের দ্বারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হামলার ঘটনাকে ‘বর্ণবাদী ইহুদিবাদী শাসকদের’ নির্মূল করার সংগঠিত এবং বিপজ্জনক পরিকল্পনা বলেও অভিহিত করেন।

এদিন বাঘাই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অব্যাহত ইসরাইলি আগ্রাসনের ভয়ঙ্কর এবং অনাকাঙ্ক্ষিত পরিণতির বিরুদ্ধে সতর্ক করেন। সেই সঙ্গে ইসরাইলি শাসনের অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় এবং ইসলাম ধর্মীয় সরকারদের এ ব্যাপারে দ্রুত, সিদ্ধান্তমূলক এবং প্রতিরোধমূলক প্রতিক্রিয়ার আহ্বান জানান।

Share this post

scroll to top