বিচ্ছেদের সময় হৃতিকের থেকে ৩৮০ কোটি নিয়েছিলেন সুজান

Hrittik-pic-67161efa9c6c1.jpg

বিনোদন ডেস্ক : বন্ধুত্ব-প্রেম-বিয়ে তারপর কিছুদিন না যেতেই বিচ্ছেদ। বিনোদন জগতে এ যেন এক সাধারণ ঘটনা। হলিউড, বলিউড, টালিউড ও ঢালিউড ইন্ডাস্ট্রিতে এই ধরনের চিত্র যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। জমকালো পার্টিতে ম্যাচিং পোশাক, কাপল-ফটোশুট, টেলিভিশন প্রোগ্রামে এসে প্রেমের গল্প শোনানো তারকাদের অনেকেরই ক্যামেরার বাইরের জীবন এটা।

২০০০ সালের ২০ ডিসেম্বর ছোটবেলার প্রেমিকা সুজানকে বিয়ে করেন হৃতিক। তবে ২০১৪ সালের ১ নভেম্বর তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হতে থাকে সব মহলে। জানা যায়, অন্য নারীর প্রতি আকর্ষণের কারণেই সুজানের থেকে ক্রমশ দূরে সরছিলেন হৃতিক।

জানা যায়, ভরণপোষণ বাবদ হৃতিকের কাছ থেকে প্রায় ৪০০ কোটি চেয়ে বসেছিলেন সুজান খান। তবে এতো টাকা দিতে চাননি বলিউডের গ্রিক গড। অনুরোধের শেষমেশ ২০ কোটি ছাড় দিয়েছিলেন সুজান। গুণে গুণে ৩৮০ কোটি টাকা দিতে হয়েছিল হৃতিককে।

তবে এই কারণে তাদের বন্ধুত্বে কিন্তু কোনও ছেদ পড়েনি। প্রেম না থাকলেও, বিয়ে ভাঙলেও আজও তারা বন্ধু। এমনকি তাদের দুই সন্তান হৃদান ও রেহানকে একসঙ্গেই মানুষ করছেন দু’জনে।

ব্যক্তিগত জীবনে দু’জনেই এগিয়ে গেছেন অনেকটাই। এই মুহূর্তে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে আছেন হৃতিক রোশন। অন্যদিকে প্রাক্তন স্ত্রীও শুরু করেছেন নতুন পথচলা। অভিনেতা আরসালান গোনির সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন তিনি।

Share this post

scroll to top