তাসনিয়া ফারিণের কণ্ঠে ইংরেজি গান

Farin-pic-67137de69307d.jpg

বিনোদন ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয় দক্ষতা ছাড়া গানেও রয়েছে তার বেশ দখল। হানিফ সংকেতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সংগীতশিল্পী তাহসান খানের সঙ্গে গান গেয়ে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়ে কটাক্ষের শিকার হয়েছেন ফারিণ।

ভিডিওর কমেন্ট বক্সে কটাক্ষ করে সাদেকুল আহমেদ লিখেছেন, হেতে আবার বিদেশ বেশি যায় তো মনে হয় বিদেশি ডোজ পরছে, তাই আজ কাল বাংলা গান ছেড়ে বিদেশি গান গায়, নিজেকে বড় গায়ক মনে করে।

আরমান আতিক নামে আরেকজন লিখেছেন, আমরা বাংলাদেশের মানুষ, ইংরেজি গান বুঝি না। দয়া করে বাংলাতে গান গাইবেন।

শুভ আহমেদের ভাষ্য, নিজেরে একটু ইউরোপিয়ান ইউরোপিয়ান ভাবতেছে।

Share this post

scroll to top