সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার ৩ দিনের রিমান্ডে

Untitled-1-6712c0f42deac-671331efdc84d.jpg

ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কামাল আহমেদ মজুমদারকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইকরামুল হত্যা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

এর আগে শুক্রবার রাত ১টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করে কাফরুল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি কাজী গোলাম মোস্তফা। তিনি বলেন, শুক্রবার রাতে গুলশান এলাকা থেকে কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

Share this post

scroll to top