নিজস্ব প্রতিবেদক…..
খুলনার ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে নজরুল ইসলাম মালী (৫৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বরাতিয়া গ্রামের হোসেন মালীর ছেলে।
মঙ্গলবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে বিচালি (খড়, ঘাস) কাটার মটরে বিদ্যুৎ সংযোগ দিয়ে পরীক্ষার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নজরুল ইসলাম মালী বিচালি কাটার জন্য মোটরের সুইচ দেয়। এসময় মোটর না চলায় পরীক্ষা করতে গিয়ে শর্ট সার্কিট থেকে বিদ্যুতায়িত হয়ে বিচালি কাটা মেশিনের উপর ছিটকে পড়েন। এতে তার মাথায় আঘাত লাগে এবং কপাল ফেটে রক্তক্ষরণ হয়। পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।