যে মামলায় গ্রেফতার হলেন সাবেক এমপি মানিক

3366-6705f00dbfdf3.jpg

ডেস্ক রিপোর্ট: সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাজার) আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার রাজধানী ঢাকার ভাটারা এলাকা থেকে দিকে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে ঢাকাস্থ ডিবি কার্যালয়ে নিয়ে রাখা হয়। ঢাকা থেকে তাকে সুনামগঞ্জে নিয়ে আসার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

মুহিবুর রহমান মানিক সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের ৫ বারের সংসদ সদস্য। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

সুনামগঞ্জের পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান পিপিএম সাবেক এমপি মানিককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে  জানান, তাকে সুনামগঞ্জে এনে আদালতে সোপর্দ করার জন্য পুলিশের একটি দল ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

সুনামগঞ্জ পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রে  জানা গেছে, সুনামগঞ্জে গত চার আগস্টে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর দায়ের করা মামলার আসামি হিসেবে মুহিবুর রহমান মানিককে রাজধানীর ভাটারা এলাকা থেকে র‍্যাবের একটি দল গ্রেফতার করে ঢাকাস্থ ডিবি অফিসে নিয়ে রাখা হয়েছে।

Share this post

scroll to top