ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে: তনি

Toni-done-6704f541b7bf4.jpg

বিনোদন ডেস্ক : জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েনসার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন। তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে।

সোমবার ফেসবুকের এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন তনি নিজেই।

আবেগঘন ওই স্ট্যাটাসে তনি লিখেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি। কারণ, বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন তার স্বামী। যদিও কি অসুখে ভুগছেন, তা কোথাও উল্লেখ করেননি।

তনি আরও লিখেছিলেন, একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। আমি কথা বলার মত মানসিক অবস্থাতে নেই। আমার হাসবেন্ডের জন্য দোয়া করবেন।

সোমবার বিকেলে পৃথক একটি ফেসবুক পোস্টে তনি লিখেন, জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনো ভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।

রুবিয়াত ফাতিমা তনির এমন খারাপ সময়ে অনুরাগীদের পাশাপাশি প্রার্থনা করছে দেশের শোবিজ অঙ্গন। প্রার্থনা প্রকাশ করতে দেখা যায় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। এছাড়াও পরিচালক চয়নিকা চৌধুরী, উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার জয়, অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকেই তনির জন্য প্রার্থনা ও সহানুভূতি প্রকাশ করেন।

Share this post

scroll to top